নিজস্ব প্রতিনিধি :
হাজীগঞ্জে পুকুর থেকে সুফিয়া বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের জয়নাল আবেদীন ভুইয়া বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুফিয়া বেগম ওই বাড়ির বাপ্পীর স্ত্রী।
জানা গেছে, এ দিন সকালে সুফিয়া বেগমের মরদেহ নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবার ও বাড়ির লোকজন উদ্ধার করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্বামীসহ তার শশুর বাড়ির লোকজন বলছেন, সুফিয়া বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
অপর দিকে নিহত সুফিয়া বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ড বলে দাবি করেন, তার বাবার বাড়ির লোকজন। তারা সংবাদকর্মীদের জানান, যৌতুকের জন্য নির্যাতন করে সুফিয়া বেগমকে মেরে ফেলা হয়। এরপর মরদেহ পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় তারা হত্যা মামলা করবেন বলে জানান। নিহত সুফিয়া বেগমের ৫ বছর বয়সি মেয়ে সন্তান রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ যানা যাবে। তবে প্রাথমিক তদন্ত চলমান।