মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন সোহেল।
প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্রী কৃষ্ণ দে, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তৌফিক মোর্শেদ হাসান।
সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষকদের পক্ষে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি মিজানুর ররহমান তুহিন, অভিভাবকদের পক্ষে দিলরুবা খানম, মিজানুর রহমান ও উম্মে শায়খা।
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তাসনিম জামান, আদিবা হোসেন নূর, তাহসিন বিনতে আলী, নিশিত শামা নাফা, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে তাসনুভা তাবাসসুম ঝুমু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আনজালা, হামদ ও নাত পরিবেশন করেন নাহিদা আক্তার।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রউফ।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, মহিবুল ইসলাম, বিল্লাল হোসেন, রাবেয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি মাইনুদ্দিনসহ সকল শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।