মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে প্রকল্প ২০২১-২২ এর আওতায় নির্মিত কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকালে লুধুয়া হাইস্কুল সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম।
ফতেপুর পুর্ব ইউনিয়নের মধ্য লুধুয়া মুজিব প্রধানের বাড়ি হইতে রাঢ়ীকান্দি খান বাড়ি পাকা রাস্তা পর্যন্ত ১ হাজার ১৩০ মিটার রাস্তা হেরিংবোন বন্ড কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।