জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ মানুষ। ভ্যাপসা গরমেও বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা পর। ফলে ভোগান্তিতে রয়েছেন উপজেলার উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ।
রবিবার (৩ জুলাই) বিকেলে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। একদিকে বিদ্যুৎ থাকে না, আরেকদিকে প্রায় স্থানেই ট্রান্সফরমার সমস্যার অজুহাত। শুধু তাই নয়, অনেকে বিদ্যুতের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানালেও ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এ অবস্থায় সাধারণ গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলার পাটোয়ারী বাজার ব্যবসায়ী সিপন বেপারী বলেন, বিদ্যুতের যন্ত্রণায় রয়েছি। কয়েকদিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ভালোভাবে একঘণ্টাও বিদ্যুৎ থাকছে না।
স্থানীয় বাসিন্দা হারিছ মিয়া বলেন, একবার বিদ্যুৎ আসলে অল্প কিছু সময় থাকে আবার চলে যায়। আর আসে না।
সানকি সাইর গ্রামের স্থানীয় বাসিন্দা আকবর হোসেন বলেন, বিদ্যুতের ভেলকিবাজি ভালো লাগছে না। এ রকম হলে তো কুপি বাতিই ভালো ছিল।