মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আযোজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী,
প্রসক্লাব নেতৃবৃন্দের পক্ষে মোহাম্মদ হাবীব উল্যাহ, নারী উদ্যোক্তা খালেদা আক্তার, রোজিনা আক্তার ও কুলসুমা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন জান্নাতুল ফেরদৌস, গীতা পাঠ নন্দিতা দাস। বক্তব্য শেষে দুইজন অসহায় বয়স্ক নারীকে আর্থিক অনুদান প্রদান এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও জয়িতাদের অংশগ্রহণে ছড়া ও কবিতা আবৃত্তিসহ গান পরিবেশন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক রুমা আক্তারের উপস্থাপনায় অন্যান্য অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।