নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। আওয়ামী লীগ নেতা সেলিম খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমামসহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/ সাধারণ সম্পাদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি /সাধারণ সম্পাদক ও উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানাজায়
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ সহায়তা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয়ের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে ১ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।