Header Border

ঢাকা, শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

শাহরাস্তিতে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ – Rknews71

 

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় ৪ জুলাই সোমবার সকালে সূচিপাড়া উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী  দৈকামতা এলাকায় এ জোরপূর্বক সম্পত্তি অবৈধ দখলের ঘটনা ঘটে।  ভুক্তভোগী আবু তাহেরের অভিযোগ সূত্রে জানা যায় চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের  মৃত ফজলুর রহমানের ছেলে ভূমিদস্যু আব্দুল জব্বার, দেলোয়ার হোসেন আমার পৈতৃক সম্পত্তি দৈকামতা এলাকায় সন্ত্রাসী দল নিয়ে এসে জোরপূর্বক সম্পত্তি দখল করে থাকেন।

আমি উক্ত সম্পত্তি দলিল  মূলে মালিক হই। বিবাদীগণ আমার বর্ণিত সম্পত্তিতে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করছে। এ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা মোকাদ্দমা চলছিল। বিজ্ঞ আদালতে  মামলাটি আমার পক্ষে রায় দিয়েছেন। রায় আসার পর ভূমিদস্যু আব্দুর জব্বার ও মোঃ দেলোয়ার হোসেন গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐদিন  ৪ জুলাই সোমবার  সকাল ৮টায় জোরপূর্বক দখল করে নেন। ২৮/ ৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে চারিদিকে রড ও টিনের বেড়া দিয়ে দখল করে নেন।

এ বিষয়ে আবু তাহের জানান ভূমিদস্যু আব্দুর জব্বার ও দেলোয়ার হোসেন গং আমার প্রতিপক্ষ দুষ্ট, দুর্দান্ত, প্রকৃতির দাঙ্গাহাঙ্গামাকারি,জুলুমবাজ অত্যাচারী,পরধন লোভী,লোক বটে,

আমি একজন সহজ সরল লোক বটে নালিশী ভূমি চাঁদপুর শাহরাস্তি এলাকাধীন,
প্রতিপক্ষের নিকট বিক্রি করার জন্য বিগত তারিখে অরেজিস্ট্রিকৃত অঙ্গীকারনামা সম্পাদন করিয়া দেয় জোরপূর্বক উক্ত ভূমিতে দখল করার পাঁয়তারা করিলে প্রার্থী বিজ্ঞ শাহরাস্তি সহকারী
জজ আদালতে দেং ৯১/১৫  মোকাদ্দমা দায়ের করিলে নাং নিম্ন তফসিল ভূমি বিগত ২৭/২/২০২২ ইং তারিখে দোতরফা সূত্রে রায় ও ডিগ্রি হয়। উক্ত রায় ডিগ্রির বিরুদ্ধে  বিবাদীগণ দেঃ আপীল মোকদ্দমা নং৫৭/২০২২ইং দায়ের করে। উক্ত মামলা আগামী ধায‍্য তারিখ ২৬/০৭/২২ইং বিজ্ঞ জেলা জজ আদালত শুনানির পর্যায়ে আছে। উক্ত অবস্থায় প্রতিপক্ষগণ দেশীয় অস্ত্রশস্ত, দা, ছেনি, রড, লাটিসোটা  নিয়ে সন্ত্রাসী কায়দায় নালিশী ভূমির কিছু মূল্যবান গাছ কাটিয়া  সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করেন।  প্রতিপক্ষগণ অচিরেই নালিশী সম্পত্তিতে স্থায়ীভাবে পাকা দালান নির্মাণ করবে বলিয়া হুমকি-ধুমকি প্রদান করিয়াছে।  এবং বেশি বাড়াবাড়ি করলে  পরিবারসহ সকলকে প্রাণ নাশকের হুমকি দিয়ে আসছে। কোন বাধা প্রদান করিলে শান্তিবঙ্গের আশঙ্কা ও খুন-খারাপির  সম্ভাবনা রয়েছে বলে জানান। বর্তমানে তিনি তার পরিবারসহ নিরাপত্তাহীনতার ভুগছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালত, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ)রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সু-বিচার প্রার্থনা করছি। এ বিষয়ে পাথৈর গ্রামের মৃতঃ ফজলুর রহমানের ছেলে ভূমিদস্য আব্দুল জব্বার, দেলোয়ার হোসেন এবং তাজুল ইসলাম, মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, ইসমাইল,রহিম, সায়েম, সোহাগ, আকবর, কাউসার অভিযুক্ত করে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আরো পড়ুন  মতলব উত্তরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

তফছিল চৌহুদ্দীঃ চাঁদপুর শাহরাস্তি উপজেলাধীন ৪৩৭ নং পাথৈর মৌজার সি.এস ২৮,এস এ ১৬৫, বি এস (২৪২ নং খতিয়ানভুক্ত সাবেক ১৩৩ দাগেনাল ১.৩৪ একর এর অন্দরে হাল জরিপি ৭১ দাগে নাল মোঃ.৪৮ একর এর হালে ৭২ দাগে নাল মোঃ.২১ একর একুনে উভয় দলিলে, ৬৯. একর এর অন্দরে মোঃ, ৬৩ একর এর তদান্দরে আপোষ চিহ্নিত বন্টনমতে বি এস ৭১ দাগে দক্ষিণাংষে নাল হালে ভিটি বাগান মোঃ ১৫৭৫  একর নাঃ ভূমি বটে। যাহার উত্তরে দেলোয়ার হোসেন,দক্ষিণ,পূর্বে ও পশ্চিমে রাস্তা। অত্র চৌহুদ্দীর মধ্যে নাঃ ভূমি বটে। উক্ত ভূমি প্রার্থী শাহরাস্তি সহকারী জজ আদালতের দেঃ ৯১/১৫ বন্টন মামলার বিগত ২৭/০২/২০২২ তারিখের প্রার্থনা ডিএী অনুযায়ী প্রাপ্ত বটে।

স্টাফ রিপোর্টারঃ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত
মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ  
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরও খবর

error: Content is protected !!