রিয়াজ শাওনঃ
আজ ৩ আগস্ট বুধবার মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী শঙ্কর কুমার দাসের একেবারে বিভিন্নধর্মী নতুন গান।
“মেঘলা দিনের মন আমার ‘’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী শঙ্কর কুমার দাস নিজেই। গানটি মিউজিক কম্পোজ করেছে রাকিবুল হাসান।
মেঘলা দিনের মন আমার শিরোনামের গানটির উপর নির্মান করা হয়ে মিউজিক ভিডিও।
এতে অভিনয় করেছে মডেল জনপ্রিয় তরুণ মডেল রাকিবুল হাসান ও পৃথুলা দত্ত প্রজ্ঞা।
গানটির ভিডিওধারন করেছে আর আই লিপসন।গানটির সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন রাকিবুল হাসান। কোরিওগ্রাফি করেছে হাসান। জীবনের জন্য গান লেভেল এসকেডি প্রোডাক্শনে এই গানটি মুক্তি পাবে জীবনের জন্য গান ইউটিউব চ্যানালে।
গানটি সম্পর্কে শিল্পী শঙ্কর কুমার দাস বলেন,’ এইগানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি আমাদের দর্শকরা একেবারে নতুন কিছু পাবে। তাদের মনের মত করে গানটি করার চেষ্টা করেছি।
রাকিবুল হাসান বলেন,’ গানটিতে দর্শক নতুন কিছু দেখবে। বর্তমানে দর্শক যে ধরনের গান পছন্দ করে। এট ঠিক সেই ধরনেরই গান। সবাইকে গানটি দেখার ও শুনার অনুরোধ করছি।