মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মো. মোখলেছ খলিফা (৫০) ও মো. ইদ্রিস হাওলাদার (৪০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ডাকাতিয়া নদীতে একটি ট্রলার থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফার ছেলে মোখলেছ খলিফা ও বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা গ্রামের মৃত মোখলেছ হাওলাদারের ছেলে মো. ইদ্রিস হাওলাদার।
মঙ্গলবার দুপুরে জব্দকৃত ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. মোখলেছ খলিফা ও মো. ইদ্রিস হাওলাদারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।