মোহাম্মদ হাবীব উল্যাহ ___
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৬’শ বোতল ফেন্সিডিলসহ মো. জিয়া উদ্দিন রিয়াজ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে পাঁচটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচৌঁ নামক এলাকা থেকে এ মাদকসহ প্রাইভেটকার জব্দ ও মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. জিয়া উদ্দিন রিয়াজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।
শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি পৌরসভাধীন বানিয়াচোঁ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শাহরাস্তি থানা পুলিশ।
এ সময় কুমিল্লা থেকে আগত চাঁদপুরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করে ১৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে পুলিশ ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি জব্দ এবং মাদক কারবারি জিয়া উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন, সৈকত দাশ গুপ্ত, মো. রোকন উদ্দিন, জনি কান্তি দে, মো. আনিছুর রহমান, উপ-সহকারী পরিদর্শকসশোয়েব হোছাইন আখন্দসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।