মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
এসএসসি পরীক্ষা সামনে রেখে নবম ও দশম শ্রেণির মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে ধারাবাহিক অভিভাবক সমাবেশের অংশ হিসাবে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধারাবাহিক অভিভাবক সমাবেশের অংশ হিসাবে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালীন হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ তার সারপ্রাইজ ভিজিটের অংশ হিসেবে বিদ্যালয়ে উপস্থিত হলে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে জাতীয় জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরের ব্যবহারসহ পুলিশের বিভিন্ন সেবার কথা উল্লেখ করেন। এ সময় তিনি ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সোচ্চার হতে আহ্বান জানান এবং পুলিশি সেবা নিতে উদ্বুদ্ধ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মহিবুল ইসলাম ও রাবেয়া আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিজানুর রহমান তুহিনসহ উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক।
উল্লেখ্য, জেএসসি ও এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট শ্রেণি ও বিভাগের (মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও ভোকেশনাল) অভিভাবক সমাবেশের আয়োজন করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। যার ধারাবিকতায় এদিন নবম ও দশম শ্রেণির মানবিক ও ব্যবসায় শাখা ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।