মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে নতুন ভোটার সংযোজন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া। এ ছাড়াও সকল ইউপি সদস্যবৃন্দ হালনাগাদ কার্যক্রমে সহযোগীতা করেন।
ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া বলেন, জহিরাবাদ ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হালনাগাদ কার্যক্রম চলছে। নতুন ভোটার হতে পেরে আনন্দিত তরুণরা।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন বলেন, জহিরাবাদ ইউনিয়নেএ বছর প্রায় ৮০০ নতুন ভোটার হওয়ার টার্গেট রয়েছে। হালনাগাদ কার্যক্রমে সকলেই সহযোগিতা করছেন।
এসময় এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।