মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং সহ সামাজিক অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। মঙ্গলবার সকালে তিনি পৌরসভাধীন হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। এসব সমস্যা দিন দিন বেড়েই চলেছে। যা সমাজে প্রকট আকার ধারণ করছে। তাই, সবাইকে বলছি, সবার আগে তোমার সচেতনতা প্রয়োজন।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, একটা বিষয় খেয়াল করবে, যারা নেতিবাচক মনোভাব পোষণ করে, তাদের আচরণ অস্বাভাবিক এবং কথা-বার্তায়, ইঙ্গিত-আহ্লাদে ভরপুর থাকে। তাই, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কথিত প্রশংসা অস্বাভাবিক হলে প্রকৃত অভিভাবকের শরণাপন্ন হতে হবে।
মোহাম্মদ জোবাইর সৈয়দ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। কখনো অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা হলে পরিবারের অভিভাবক অথবা শিক্ষকদের জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি নম্বন ৯৯৯ ও হাজীগঞ্জ থানা পুলিশকে জানালে তৎক্ষণাৎ পুলিশি সেবা তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটওয়ারীর উপস্থাপনায় শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।