মতলব উত্তর প্রতিনিধি :
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তাছলিমা আক্তার আঁখি। ইতোমধ্যে তিনি বিভিন্ন ভাবে প্রচারণা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে মহিলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করছেন। তাই তিনি দাবী করছেন সকলেই তার প্রতি সুদৃষ্টি দিবেন ও দোয়া করবেন।
তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটহলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা। তিনি তিন ভাই-বোনের মধ্যে বড় সন্তান। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।
এছাড়াও মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে তিনি পরিচিত। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষানুরাগী সদস্য, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি ও মহিলা সম্পাদিকা, মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমি হিসেবেও সেবামুলক কাজে তিনি এগিয়ে আছেন।
তাছলিমা আক্তার আঁখি সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।