মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। শনিবার বিকালে তিনি হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গিরপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এ দিন (শনিবার) বিকালে থানা পুলিশের সহযোগিতায় হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা-টঙ্গিরপাড় গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎখনিক ড্রেজার সংশ্লিষ্ট মো. জামাল হোসেন নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজারের পাইপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহৃত থাকার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ উপজেলা প্রশাসন। তাই, খবর পেয়ে আজ (শনিবার) ছুটির দিনেও হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গিরপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।