মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্নের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।
এরপর বিদ্যালয়ের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। পরবর্তীতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।
এর আগে প্রভাষক রীতা নাগের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শিক্ষকদের পক্ষে সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, কলেজ সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রুবাইয়া ফেরদৌস, কেয়া আক্তার প্রমুখ। বক্তব্য শেষে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।