জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
কারো দয়ায় পাইনি দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় মুক্তিযুদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী শেখ মোহাম্মদ শাহআলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাবিবুর রহমান । তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে ক্ষমতা অর্পণ করতে দেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা দেখতে চাই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ডার আবু নাছের পাটোয়ারী বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ডিএমপির সহকারি কমিশনার মোঃ শাহাদাত হোসেন, জেলা কমান্ডার সাইফুল ইসলাম সেন্টু,মোঃ ফরহাদ হোসেন ফয়সাল প্রমুখ।