মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মন্দিরা রাণী দাস ছেংগারচর বারোআনি রোডের ভাড়া বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। ছাত্রীর বাবা লক্ষণ দাস ৪ সেপ্টেম্বর মতলব উত্তর থানার একটি ডায়েরী করেন। অপহরণকারী অপু চন্দ্র সরকার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট দিঘিরপাড় এলাকার পূর্ণ চন্দ্র সরকারের ছেলে।
ছাত্রীর বাবা লক্ষণ দাস জানান, আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে অপু চন্দ্র সরকার জোরপূর্বক আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এসময় অপহরণের সহায়তা করেন হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের কালা চন্দ্র দাসের ছেলে বিকাশ দাস, মতলব উত্তর উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত. ওমেশ চন্দ্র সরকারের ছেলে সুকমার সরকার, মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা গ্রামের নিমাই সরকারের ছেলে সুমন সরকার’সহ আরো কয়েকজন।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বলেন, মন্দিরা রাণী দাসকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।