জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুলের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগন।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবু হাসনাত নয়ন পাটওয়ারী, আবু জাফর খশরু মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মালেক মহন মোল্লা, দাতা সদস্য ও শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সফিউল আজম শুকু পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সৈকত মোল্লা, দাতা সদস্য মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, অভিভাবক সদস্য আব্দুল কুদ্দুস পাটওয়ারী, যুবলীগ নেতা জুলকার হোসেন আরিফ চৌধুরী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। বিজয় উল্লাস চলাকালে শিক্ষকদের উস্কানিতে প্রকাশ্য দিবালোকে খেলার মাঠেই শিক্ষার্থীদের মারধরের ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দাবি করছি।
উল্লেখ্যঃ সারাদেশের ন্যায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ফরিদগঞ্জে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় বনাম শোল্লা স্কুল এন্ড কলেজর মধ্যকার খেলায় ট্রাইবেকারে শোল্লা স্কুল এন্ড কলেজ জয় লাভ করে। এ সময় শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করার সময় ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্রসস্র নিয়ে শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শোল্লা প্রায় ২১জন শিক্ষার্থী আহত হন। গুরত্বর আহত ১০জনকে চাঁদপুর সদর হাসপাতালে আর বাকীদেরকে ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।