মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে শুক্রবার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মাইনুদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল খেলায় বিজয়ী দল হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও বিজিত দল বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থী খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় বক্তব্য শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফুুটবল, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে একক ও যৌথ দলের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিরা।
এ সময় সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।