জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ গাজী। শনিবার রাতে তার প্রার্থীতার বিষয়টি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভাশেষে রাতে সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ গাজী বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই দেশরত্ন শেখ হাসিনাকে তিনি আমাকে মনোনিত করে দলের তথা জেলা বাসীর আশা প্রত্যাশার প্রতিপলন ঘটিয়েছেন। আমি এর মূল্যায়ন ধরে এগিয়ে যেতে চাই।