মতলব উত্তর ব্যুরো :
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মো. ইউসুফ গাজী। গত ১০ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ ব্যানারে মো. ইউসুফ গাজী নির্বাচন করবেন।
মো. ইউসুফ গাজী দলীয় মনোনয়ন পাওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এক শুভেচ্ছা বার্তায় সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু ইউসুফ গাজীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে আমরা কাজ করবো। এবং সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হবে।
দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. ইউসুফ গাজী বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত দিনের কার্যক্রম অনুযায়ী মো. ইউসুফ গাজী দলের কাছে একজন পরীক্ষিত নেতা বলেও জানান এমএ কুদ্দুস।