Header Border

ঢাকা, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় হালচাষে বাধা ও মারধরের অভিযোগ  নারায়ণগঞ্জে রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ ব্যস্ত জামদানিপল্লি, জমজমাট বেচাকেনা আনসার বাহিনীর মহাপরিচালকের (ডিজি) প্রশংসা পত্র গ্রহণ করলেন ভিডিপি সদস্য সেরা কমান্ডার মিরাজুন্নবী না.গঞ্জে হঠাৎ করেই সাময়িক গ্যাস সংকট, বিপাকে নগরবাসী সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর, পরিবহন কর্মচারীদের উপর হামলা। মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু হাজীগঞ্জ থানায় অভিযোগের ৬ মাস পর চোরাইকৃত ফার্ণিচার উদ্ধার শাহরাস্তিতে যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে রমজানের দ্বিতীয় জুমায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মুসুল্লীদের ঢল

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ – এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি – Rknews71

 

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও সদস্য ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইউনিয়ন, সমাজ ও দেশের উন্নয়ন হবে। যদি কোনো কাজে জনপ্রতিনিধিরা বাধাগ্রস্ত হয় তাহলে প্রশাসনের সহযোগিতা চাইলে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করবে।
তিনি সোমবার মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুনিরুজ্জামান।

বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন পাঠান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজী কান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।

আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন এমপি বলেন, বাল্যবিবাহ, মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়েছে। এ ব্যাধি থেকে বের হতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আরো পড়ুন  দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজাম্মান শামীমের মেয়ে নাসিত বিসিএস ক্যাডার হতে চায় !

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় হালচাষে বাধা ও মারধরের অভিযোগ 
নারায়ণগঞ্জে রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ
ব্যস্ত জামদানিপল্লি, জমজমাট বেচাকেনা
আনসার বাহিনীর মহাপরিচালকের (ডিজি) প্রশংসা পত্র গ্রহণ করলেন ভিডিপি সদস্য সেরা কমান্ডার মিরাজুন্নবী
না.গঞ্জে হঠাৎ করেই সাময়িক গ্যাস সংকট, বিপাকে নগরবাসী
সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর, পরিবহন কর্মচারীদের উপর হামলা।

আরও খবর

error: Content is protected !!