মনিরুল ইসলাম মনির :
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী বলেছেন, ইসলাম শান্তি, স¤প্রীতি ও মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবী (স.) ছিলেন সত্য ও ন্যায়ের প্রতিক। নবীর আগমন আমাদের জন্য নেয়ামত। তিনি ছিলেন উত্তম গুনাবলীর অধিকারী। আহলে বায়াত রাসুল (সা) পরিবারের প্রতি মহব্বত অন্তরে জাগ্রত থাকতে হবে।
২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তরের সাদুল্যাপুরে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেন, হযরত আলী (রা) শানে গোস্তাকি আমরা সহ্য করবো না। তিনি বলেন, যুবকরাই আগামী দিনের চালিকা শক্তি। কিন্তু বর্তমানে যুব সমাজ মাদক নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।তিনি যুবকদের ইমাম হোসাইন (রা) আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলার পরামর্শ দেন। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) উপলক্ষে ১২ রবিউল আউয়াল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ আশেকানদের যোগদান করে নবীর প্রতি মহব্বত ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও ছেংগারচর পৌর সভার সহায়ক সদস্য খলিফা শাহ মো. কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এইচএম মাকসুদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনসুর আলী, খলিফা শাহ মো. আলমগীর হোসেন প্রধান, খলিফা শাহ মো. আব্দুর রশীদ মিয়াজী, খলিফা শাহ মো. সিদ্দিকুর রহমান,
খলিফা শাহ মো. মিলন মোল্লা, মতলব উত্তর মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক খলিফা মাওলানা আব্দুস সামাদ, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মুক্তার হোসেন মেনন, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা প্রমুখ।
খলিফাবৃন্দ, সাংবাদিক, আঞ্জুমান, যুব ফোরাম, মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।