খন্দকার আরিফ :
হাজীগঞ্জে এক নিরীহ ব্যক্তির সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে মারুফ। এমনকি মারুফ হোসেন ওই ব্যক্তিকে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। খরিদা সম্পত্তির মালিক জোনায়েদ হোসেন ফৌঃকাঃ বিধি আইনের ১৪৫ ধারা বিধানমতে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে বাদী হয়ে মারুফ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। যার মামলা নং১১২৯/২২খ্রিঃ।
এছাড়া মারুফ হোসেন সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে জোনায়েদ হোসেনের মালিকানাধীন সম্পত্তির উপর থাকায় রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৩০/৪০টি গাছ উঠিয়ে পেলে। ঘটনাটি উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে মাতৈন গ্রামের মহিবুল ইসলামের থেকে ৬১নং মাতৈন মৌজার বিএস চূড়ান্ত ৪০৪নং খতিয়ানের ১৭৪৮নং দাগের ৬৪ শতাংশ সম্পত্তির অন্ধরে ৭ শতাংশ সম্পত্তি ক্ষয় করেন জোনায়েদ হোসেন। কিন্ত মারুফ হোসেন জোরপূর্বক জেনায়েদ হোসেনের সম্পত্তি দখলে নিতে উঠে পড়ে লেগেছে। বর্তমানে অভিযুক্ত মারুফ সম্পত্তি তার দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিভিন্ন নির্মান সামগ্রী নিয়ে রেখেছেন। সোমবার দিবাগত রাতে জোনায়েদ হোসেনের রোপনকৃত বিভিন্ন প্রজাতির ফল গাছ উঠিয়ে নিয়ে যায়। যার ক্ষয়ক্ষতির মূল্য দেড় লক্ষ টাকা।
এ থেকে পরিত্রান পেতে ভূক্তভোগী জোনায়েদ হোসেন রবিবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে নোটিশ জারি করেন। ওই সময় তিনি রোপনকৃত গাছ উঠিয়ে পেলার সত্যতা পেয়েছেন।
তবে অভিযুক্ত মারুফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে চাননি।