জসিম উদ্দিন,ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরন ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের জরিমানা ও জেলের বিধান রেখে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় সচেতনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের কারনে আমাদের দেশ বিশ^বাসির কাছে পরিচিত, সারাদেশে আবার আমাদের চাঁদপুর জেলা ইলিশের শহর হিসেবে পরিচিত শুধুমাত্র ইলিশের কারনে। আমাদের জাতীয় আয়ে অসামান্য অবদান রেখে আসছেন। ইলিশ সম্পদ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ন্য সময় ইলিশের প্রজনন মৌসুম। এ সামান্য কয়েকটা দিন ইলিশ ধরা বন্ধ রাখতে পারলে, সারা বছর নদীতে ইলিশ ধরা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে, উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রোমার সঞ্চালনায় , অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তসলিম। জেলা সহকারি মৎস্য অফিসার আবদুল্লা আল বারী, বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, পল্লী বিদ্যুত ডিজিএম প্রকোশলী কামাল হোসেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং বালিথুবা (পশ্চিম) ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, ২নং বালিথুবা (পূর্ব) ইউপি চেয়ারম্যান হারুনূর রশীদ, ৩নং সুবিদপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ৬নং(পশ্চিম) ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৭নং পাইকপাড়া (দক্ষিন) ইউপি চেয়ারম্যান আবু তাহের, ৯ন গোবিন্দপুর ( উত্তর) ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, ১০নং গোবিন্দপুর (দক্ষিন) ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন,১১নং চরদুখিয়া(পূর্ব) ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ হোসেন, ১৫নং রুপসা (উত্তর)ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, ১৬নং রুপসা (দক্ষিন) ইউপি চেয়ারম্যান মো.শরীফ হোসেন প্রমুখ ।