হাজীগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারীদের অফিস চলাকালীন নামাজ অপরিহার্য- বললেন পৌর মেয়র।
কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের অধীনস্থ মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের নামাজে অংশগ্রহণের ব্যাপারে বাধ্যবাধকতা জারি করলে সেটা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় উদ্যোগ , যেকোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের প্রধান উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অধিকর্তা হিসেবে বিবেচিত। আর অধিকর্তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, অধিকর্তারা তাদের অধীনস্থের কাজকর্মের ব্যাপারে আল্লাহ্র কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং কর্মকর্তা কর্মচারীদের নামাজে অংশগ্রহণে বাধ্যবাধকতা জারি করা কেবল প্রশসংনীয়ই নয়, ইসলামের দৃষ্টিতে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বও বটে।
সে সকল দিক বিবেচনা করে হাজীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জনাব মাহবুবুল আলম লিপন সাহেব অফিস চলাকালীন সময়ে নামাজের সময় হলে সকল মুসলিম কর্মকর্তা কর্মচারী দের সকল কাজ বন্ধ রেখে
নামাজ আদায় করার জন্য নির্দেশনা এবং তাগিদ দিয়েছেন।
নামাজের সময়ে নাগরিকদের সেবা পেতে সাময়িক সময় অপেক্ষা করে ধৈয্য ধারন করার জন্য অনুরোধ করেন। এই দৃষ্টান্ত স্হাপনের জন্য মেয়র মহোদয়কে সমাজিক যোগাযোগ মাধ্যামে অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
আল্লাহ তায়ালা উনার মনের নেক মাকসাদ পূরন করুন এবং দীর্ঘ হায়াত দান করে পৌরবাসীর সেবায় নিয়োজিত রাখুক এটাই সকলের প্রার্থনা।