আহসান হাবীব সুমন,:
মহাপবিত্রতম ঈদ এ মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কচুয়ায় জশনে জুলুছ উদযাপন করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যেগে এ জশনে জুলুছের আয়োজন করা হয়।
কচুয়া ডাক বাংলো সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে জশনে জুলুছ এর উদ্বোধন করেন ডুমুরিয়া দরবার শরীফের পীর ড. মাওলানা মুফতি এবিএম সাদিক উল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলম শাহ আলকাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শাহজালালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মহানবী সাঃ এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আহলে সুন্নাতওয়াল জামায়াত কচুয়া শাখার উপদেষ্টা মীরসরাই দরবার শরীফের পীর মেছবাহুল ইসলাম লতিফী ও মোঃ নাছির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক মাষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মোঃ মফিজুল ইসলাম , মাওলানা শামছুদ্দোহা আলকাদেরী ও জুলুছ উদ্যাপন কমিটির সদস্য সচিব মাওলানা মোঃ বাহালুল শাহ আলকাদেরী প্রমূখ।
উদ্বোধনী পর্ব শেষে জশনে জুলুছটি কচুয়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে পুনরায় ডাকবাংলো সংলগ্ন মসজিদ মাঠে এসে মিলাদ ও মুনাজাতের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
ছবিঃ ও ভিডিও ফুটেজ : জশনে জুলুছ শেষে মুনাজাত পরিচালনা করছেন মীরসরাই দরবার শরীফের পীর মাওলানা শাহ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী।