মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
রোটারী ক্লাব অব হাজীগঞ্জ পরিদর্শন করেছেন রোটারী জেলা-৩২৮২ এর ২০২২-২৩ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভার্সে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ক্লাব এসেম্বলী, এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, নিজের স্বার্থের জন্যে কেবল জীবন নয়। সবার সাথে মিলেমিশে জীবনধারণ ও সুখে-দুখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে জীবনের প্রকৃত স্বার্থকতা নিহিত। আর সে লক্ষ্যেই আমরা ও আপনারা যারা রোটারিয়ান আছি, তারা কিছু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
রোটারীকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই উল্লেখ করে রুহেলা খান চৌধুরী বলেন, মানবসেবার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে রোটারী ক্লাবের মাধ্যমে সংগঠিত হয়ে আপনারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যদি আপনাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকে, তাহলে আপনি আরো বেশি সেবামূলক কাজ করতে পারেন।
তিনি বলেন, সেবামূলক কাজে রোটারী ক্লাবের পাশাপাশি রোটারী ইন্টারন্যাশনাল ও রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের মাধ্যমে সুদবিহীন ঋণসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন। এক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা সেবার লক্ষ্যে রোটারীকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই।
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. দেলোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্রিস্ট্রিক ফার্স্ট জেন্টেলম্যান রোটা. জিয়াউদ্দিন চৌধুরী, ডিজিই প্রকৌশলী রোটা. মো. মতিউর রহমান, ফিউচার ডিস্ট্রিক ফাস্ট লেডী রোটা. পিপি সামিনা ইসলাম, ডিস্ট্রিক সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান।
ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. মো. ইমাম হোসেনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটা. আলমগীর কবির পাটওয়ারী, পাস্ট প্রেসিডেন্ট রোটা. বিএম আহসান কলিম, রোটা. আসফাকুল আলম চৌধুরী ও রোটা. জাফর আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. জাকির হোসেন লিটু, সেক্রেটারী রোটা. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের আইপিপি রোটা. মানিক রায়, ভাইস প্রেসিডেন্ট রোটা. প্রাণ কৃষ্ণ সাহা ও রোটা. জাকির হোসেন মিয়াজী, ক্লাব ট্রেইনার রোটা. আলী আশ্রাফ দুলাল, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রুহিদাস বনিক, রোটা. ইঞ্জি মাসুদ ইবনে মিজানসহ রোটারিয়ান ও রোটার্যাক্টর সদস্যবৃন্দ।