মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটুর (৪০) মৃত্যুতে শোক জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের (পাওয়ার সেল) মহা-পরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতির গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও হাবিবুর রহমান হিটুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি, রাজনেতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে এদিন বিকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেণস্টোকজনিত কারণে হাবিবুর রহমান হিটু মারা যান। আগামিকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম হাবিবুর রহমান হিটু ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।