মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটুর (৪০) মৃত্যুতে শোক জানিয়েছেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও হাবিবুর রহমান হিটুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনেতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে এদিন বিকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেণস্টোকজনিত কারণে হাবিবুর রহমান হিটু মারা যান। আগামিকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম হাবিবুর রহমান হিটু ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।