মতলব উত্তর ব্যুরো ||
মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে চাঁদপুর অঞ্চলাধীন মতলব উত্তরের বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন ৭১ লক্ষ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি ১৮৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করে। এ সময় ১৮ জন জেলেকে গ্রেপ্তার করে ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতে ৬ জন জেলে প্রত্যেককে ১০ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। ৪ জন জেলের বয়স অপ্রাপ্ত হওয়ায় তাদের অভিভাবকদের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। মৎস্য আইনে ২ টি নিয়মিত মামলা রুজু হয়। ৩ টি ট্রলার আটক আছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো বিধি মোতাবেক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাবর আলী খান।