মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং কলেজের ক্রীড়া শিক্ষক একেএম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার, বিদায়ী শিক্ষার্থী নুরজাহান আক্তার আশা, নুপুর আক্তার, সুকন্যা রানী দাশ।