মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (অক্টোবর) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নানার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন সংবাদকর্মীদের জানান, সম্প্রতি শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। এরপর তার বোন (শিশুটির) মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায় শিশুটির। কিছুক্ষন পর শিশুটিকে আর খুঁজে পাচ্ছিলনা।
পরে পাশের বাড়ির এক মহিলা মামার বাড়ির পাশে একটি ডোবার পানিতে শিশু ওচমানকে ভাসতে দেখে তিনি ডাক-চিৎকার দেন। এসময় তার ডাক-চিৎকার শুনে শিশুটির পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নাঈম জানান, হাসপাতালে আনার আগেই মারা যায়।