মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে সাময়িক উত্তেজনা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক। এদিন বিকালে র্যালীটি স্বর্ণকলি কেজি স্কুলের সম্মুখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজারের দিকে যায়।
এরপর হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাজীগঞ্জ সেতুর সামনে গেলে যুবদলের কিছু উশৃঙ্খল কর্মী দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এতে ইট-পাটকেলের আঘাতে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ পুলিশের ৫ সদস্য ও টিয়ারশেলে বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়। এর মধ্যে যুবদলের নেতবৃন্দ তাদের দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে চলে আসেন।
পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী থেকে দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিপে করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড শর্টগানের গুলি ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ছুঁড়ে মারে ।
তিনি বলেন, হামলার ঘটনায় কয়েকজনকে নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের প থেকে মামলা দায়ের করা হবে। এ সময় তিনি জানান, তিনি ও পুলিশ পরিদর্শকসহ আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।