মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা২০২২, আলোচনা
সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 9 নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এসপায়ার টু ইনোভেটের সহযোগিতায় ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ডিজিটাল উদ্বোধনী মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের স্টল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ।