মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির সুচিপাড়া উত্তর আওয়ামীলীগের ১নং ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে সুচিপাড়া ডিগ্রী কলেজে ১নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত ) মোঃ মোস্তফা কামাল মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল লতিফ।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া,
দপ্তর সম্পাদক মোঃ শফিউল আযম স্বপন, উপজেলা আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, মোঃ সেলিম খান, মেশকাত হোসেন বিটু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নিজাম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
১ নং ওয়ার্ডের কাউন্সিলে বেলা ২ টা পর্যন্ত ভোটাররা সতস্ফূর্ত ভাবে ভোটদান করেন। তাদের প্রত্যক্ষ ভোটে মোঃ জসিম উদ্দিন সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শেখ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।