শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি প্রেসক্লাবের সহ-অর্থ ও প্রচার সম্পাদক, দৈনিক আমাদের সময় ও এশিয়ান টেলিভিশনের শাহরাস্তি প্রতিনিধি, দৈনিক চাঁদপুর বার্তার ব্যুরো ইনচার্জ সাংবাদিক জামাল হোসেনের মাতৃবিয়োগ (ইন্নালিল্লাহি….. …..রাজেউন)। সোমবার দিনগত রাত ৩টার সময় শাহরাস্তি শহরের নিজ মেহার গ্রামে (উপজেলা সদর) তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় (৭০) বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতকুরসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহন করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিগণ অংশগ্রহন করেন।
মরহুমার মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাব, শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটি, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।