মতলব উত্তর ব্যুরো :
হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ) এর স্মরনে মতলব উত্তর উপজেলার নিজ ছেংগারচর হযরত আবদুল কাদির জিলানী (রহ.) পবিত্র দরবার শরীফ মাঠে ২৫ শে নভেম্বর রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত মৌলানা আল আমিন হুজুরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, সুমধুর কন্ঠস্বর হযরত মাওলানা জাকির হোসেন হেলালী চাঁদপুরী।
বিশেষ বক্তা আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, সুমধুর কন্ঠস্বর হযরত মাওলানা আবু হানিফ, হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী। মাহফিল পরিচালনা করেন মাওলানা ইবরাহিম।
সভায় বক্তারা বলেন,‘নবী আমাদের মত সাধারণ মানুষ নয়, যারা তাকে স্বীকার করে নানা তারা মুমিন নয়। যারা তাকে মানে ও তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারাই আসল ঈমানদার।
বক্তারা আরও বলেন, রাসুলকে সৃষ্টি করা না হলে আল্লাহ কোনও কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আল্লাহ নিজেও প্রকাশ পেতেন না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারে জীবন গড়তে হবে বলে আহব্বান জানিয়েছেন তারা।