মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জেড এম আনোয়ার। ৩০ নভেম্বর বুধবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা.খোরশেদ আলম (১৯৮৫-১৯৮৯)
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি (১৯৯০-২০০৩)
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার (২০১২-২০২২) উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আলেম সম্প্রদায়ের প্রতিনিধি মুফতি সলিমুল্লাহ ও হাফেজ মাওলানা আবু সালেহ।
শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত লাল (টুটুল চক্রবর্তী) শাহরাস্তি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা.কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু,সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ,মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ ও টামটা উত্তরের চেয়ারম্যান সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।