আহসান হাবীব সুমন:
চাঁদপুরের কচুয়া বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,অবসর প্রাপ্ত কর্নেল ফজলুল রহমান,জেলা মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার ইয়াকুব আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুবিন,ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আব্দুর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমূখ।
এসময় কচুয়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন,উপজেলা সহকারি কমিশনার ভ’মি ইবনে আল জায়েদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছল খানসহ অনেকে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দু কচুয়া নিবন্ধিত সকল বীর মুক্তিযোদ্ধাগনের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করেন।