আহসান হাবীব সুমন:
কচুয়ায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চফলন শীল ও হাইব্রীড উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে ওয়াটার পাম্প ও বীজ বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮জন কৃষককে ওয়াটার পাম্প ও ১১শ ৫০ জনন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুঁইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুুকদার ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ আরো অনেকে।