মোহাম্মদ হাবীব উল্যাহ্:
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই শ্লোগানে হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে পৌরসভা কার্যালয়ের শিশু বিনোদন অঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বীমা এসোসিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও বীমা এসোসিয়েশন, হাজীগঞ্জের সভাপতি মো. শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, বিশেষ অতিথি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের হাজীগঞ্জের ইনচার্জ মো. খলিলুর রহমান পাটওয়ারীর উপস্থাপনায় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, জীবন বীমা কর্পোরেশেরন পক্ষে আবুল ফারাহ মজুমদার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. ইউনুস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. বিল্লাল হোসেন তালুকদার ও মো. বিল্লাল হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. মাসুদ খাঁন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সালেহ আহমেদ রানা, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. আলমগীর হোসেন, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মো. বাহাদুর খাঁন প্রমুখ। বক্তব্য শেষে জীবন বীমা কর্পোরেশন ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন কোম্পানীর গ্রাহকদের মাঝে কয়েক কোটি টাকার বীমা দাবীর চেক প্রদান করা হয়।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভা চত্ত্বর থেকে বের হেয় হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বীমা এসোসিশনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বক্তব্যে নেতৃবৃন্দ জানান, ২০২২ইং সালে হাজীগঞ্জে বিভিন্ন কোম্পানী প্রায় ৭৬ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়।