মোহাম্মদ হাবীব উল্যাহ্ ll
পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো- ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খাঁন। গত ১৩ এপ্রিল (বুধবার) এ সংক্রান্ত বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাসুদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী ড. এস.এম মোস্তফা কামাল খাঁনকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়।
এর আগে অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খাঁন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুজীব বিভাগে শিক্ষকতা করে আসছেন। তিনি হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের খাঁন বাড়ির আব্দুর রহমান খানের সুযোগ্য সন্তান।