মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও
উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার, মতলব উত্তর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসিবুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ
প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক,
সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন, ষাটনল ইউপি
চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী,
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন’সহ সকল দপ্তরের
কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।