ফরিদগঞ্জে পৌরসভা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর বিকালে উপজেলার ডাক বাংল এলাকায় পৌরযুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটুর সভাপত্বিতে যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে যুবলীগকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কে নৌকা পেয়েছে সেটা বড় কথা নয়, আমরা নৌকার পক্ষে কাজ করে যাবো। দল ক্ষমতায় থাকলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। দল থেকে কে কি পেয়েছি সেটা এখন আর দেখার সময় নাই। আমরা সকলে এক হয়ে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকরাম হোসেন মনির, পৌর আওয়ামীলীগ নেতা আমিন হোসেন, পৌরসভা যুবলীগ নেতা সৌরব হোসেন পাটওয়ারী, ফয়সাল হোসেন, শাকিল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, কলেজ ছাত্রলীগ নেতা মিঠুন প্রমূখ।
এসময় পৌরসভা যুবলীগের ৯টি ওয়ার্ডের মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাতিল বলে ঘোষনা দেন আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু। ৯টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থী হতে উচ্ছুক সকলে তাদের বায়োডাটা আগামী ২০ সেপ্টেম্বর মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।