বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টারে বাউবি বিএ/বিএসএস ১৯তম ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার আয়োজিত শুক্রবার (২৬ জানুয়ারী) অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল।
তিনি বলেন, সরকার ১৯৯৩ সালে জাতীয় সংসদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম আইন পাস হওয়ার পর থেকে অদ্যবধি সারাদেশব্যপী বাউবি শিক্ষা বিস্তারে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে বাউবি সারাদেশে ৬৪ টি কোর্স শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন,অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর বিএ/বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ ইউনুছ।
সঞ্চালন করেন বাংলা প্রভাষক মাহমুদুল হাসান গোফরান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর প্রাক্তন সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ মোক্তার আহম্মেদ, ইংরেজি প্রভাষক মোঃ হুমায়ুন কবির, প্রভাষক ফারজানা ইয়াছমিন, প্রভাষক সামিয়া রহমান ও বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর অফিস প্রধান মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন,সহকারী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শিক্ষার্থীবৃন্দ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা শেষে শিক্ষার্থীবৃন্দ অতিথিদের হাতে উপহার তুলে দেন।