হাজীগঞ্জ বাজারস্থ আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হোটেলের সমৃদ্ধি কামনায় মঙ্গলবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনাছ।
দোয়া ও মোনাজাতে দেশ ও জাতীর সমৃদ্ধি, জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের মাগফেরাতসহ সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহ মো. এমরান।
মাহফিলের অতিথি হিসাবে মো. মাসুদ মজুমদার, ইকবাল মজুমদার, জাকির হোসেন মিন্টু, ইঞ্জি. নিশান রহমান, ইঞ্জি. নবীন রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. আরিফ মজুমদার, মো. নজরুল ইসলাম, শামসুদ্দোহা সোহেল প্রমুখ।