হাজীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বাকিলার শীর্ষ মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ইয়াবা লিয়নকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে হাজিগঞ্জ থানা পুলিশ।
২ জুন (রবিবার) ভোর রাতে হাজিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড বলাখাল চৌধুরী বাড়ির সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর থেকে উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সন্না গ্রামের শেখ বাড়ি তাজুল ইসলামের ছেলে শীর্ষ মাদক কারবারি মনির হোসেন ওরফে ইয়াবা লিওন (৩০) এর দেহ তল্লাশি করে ১০২ পিছ ইয়াবা উদ্ধার করে হাজিগঞ্জ থানার এস আই আব্দুর রহমান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, লিওন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। গতকাল রাতে আমাদের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১০২ পিস ইয়াবাসহ আটক করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন, কনস্টেবল তাবিবুর রহমান, কনস্টেবল মারুক হোসেন প্রমুখ।