Header Border

ঢাকা, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা  ফরিদগঞ্জে তারেক রহমানের পক্ষে প্রবাসী খলিলুর রহমান শেখের শীত বস্ত্র বিতরণ জিয়াউর রহমানের আদর্শ মেনে দলের প্রতিটি নেতাকর্মীকে চলতে হবে– বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো: হারুনুর রশিদ হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পূর্ব ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কচুয়ায় ধর্ষণের অভিযোগ এক কিশোর শ্রীঘরে কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু হাজীগঞ্জে আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

হাজীগঞ্জে জামায়াতের আয়োজনে আল্লামা সাঈদী ও ছাত্র আন্দোলনের নিহতদের মাগফেরাত কামনায় দোয়া

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ।

এছাড়াও দোয়া-মাহফিলে দেশ ও জাতীর শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলান মো. বিল্লাল হোসেন মিয়াজী, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমুল্লাহ, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান, সেক্রেটারী মাও. শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারী জয়নাল আবেদীন, পৌর আমীর মাও. আবুল হাসানাত, নায়েবে আমীর হাফেজ মাওলানা মো. কবির হোসাইন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আবু তাহের ও মো. জয়নাল আবেদীন, জামায়াত নেত মহিউদ্দিন মাইনু, শিক্ষক নেতা মাওলানা আ ন ম মাহবুবে এলাহীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকসহ কয়েক শতাধীক মুসুল্লী দোয়া-মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আগের দিন বিকালে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।

এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এবং ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

আরো পড়ুন  শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন - Rknews71

২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আপীল বিভাগ তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেয়। এরপর তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর আগ মুহুত্ব পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন না বলে জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি
চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা 
ফরিদগঞ্জে তারেক রহমানের পক্ষে প্রবাসী খলিলুর রহমান শেখের শীত বস্ত্র বিতরণ
জিয়াউর রহমানের আদর্শ মেনে দলের প্রতিটি নেতাকর্মীকে চলতে হবে– বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো: হারুনুর রশিদ
হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পূর্ব ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন
মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ

আরও খবর

error: Content is protected !!